• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সহকারী অধ্যাপকের মৃত্যু 


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০৬:৪৪ পিএম
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সহকারী অধ্যাপকের মৃত্যু 

খুলনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নাজমুল ইসলাম নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ মার্চ) সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল চুকনগর ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

ওবায়দুর রহমান জানান, নাজমুল রোববার বিকেলে ডুমুরিয়ার চুকনগর থেকে বাসে করে খুলনা শহরে যাচ্ছিলেন। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পথে তিনি সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে নেমে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।

এ ঘটনায় সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক বলেন, “এ বিষয়ে এখনও কিছু জানি না। হাসপাতালে খোঁজ নিয়ে ও নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!